কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম ২০২৪ | Bangla Jukto Borno Type Bijoy

কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার সহজ নিয়ম ২০২৪ | Bangla Jukto Borno Type Bijoy 52

    কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম - বর্তমানে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখাটা খুবই জরুরি কারণ দিনকে দিন বাংলার চাহিদা বেড়েই চলেছে । 

    চাকরির ক্ষেত্রে হোক কিংবা নিজের পার্সোনাল কাজেই হোক কম্পিউটার আমাদের প্রত্যেকেরই কম্পিউটারে বাংলা জানাটা কিংবা বাংলা টাইপিং আমাদের অবশ্যই দরকার। 

    তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম বর্তমানে টেকনোলজির যুগে বিভিন্ন লেখালেখির কাজ এবং অফিসিয়াল কাজে বাংলা ব্যবহার করে থাকে এবং এই যুক্তবর্ণ আমাদের অবশ্যই দরকার হয় তাই এই পোষ্টের মাধ্যমে বাংলা যুক্তবর্ণ লেখার উপায়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন নিম্নে দেখে নেওয়া যাক ।


    বাংলা মিডিয়াম প্রশ্ন তৈরি কিংবা ওয়েবসাইটে লেখালেখির কাজে আমরা বাংলা ফন্ট ব্যবহার করে থাকি । এবং যুক্তবর্ণ আমাদের দরকার হয় । 

    তো অনেকে আমরা গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে থাকি কিভাবে বাংলা যুক্তবর্ণ লেখা যায় । তাই আজ আমি এই আর্টিকেল এর মাধ্যমে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম টি নিম্নে তুলে ধরছি আপনারা পোস্টটি সম্পূর্ণ পড়ুন এবং যুক্তবর্ণ লেখার নিয়মটি দেখে নিন ।

    কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম ২০২৪ | Bangla Jukto Borno Type Bijoy


    কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম ২০২৪

    আপনি যদি আপনার পার্সোনাল কাজে কিংবা অফিশিয়াল কোন কাজে বাংলা টাইপিং করতে কিংবা বাংলা লিখতে চান তাহলে এই পোস্টটি আপনাকে অনেকখানি হেল্প করবে । কারণ এই পোষ্টের মাধ্যমে আমি কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মটি দেখিয়ে দিয়েছি ।

    কম্পিউটার কিংবা ল্যাপটপে বর্তমানে দুটি সফটওয়্যার ব্যবহার করে বাংলা টাইপিং করা হয়-

    • বিজয় সফটওয়্যার ।
    • অভ্র সফটওয়্যার ।

    বিজয় এবং অভ্র সফট্ওয়ারে বাংলা টাইপিং খুব দ্রুত হয় । তবে অভ্র কিবোর্ডে আপনি ইংলিশ লিখে বাংলা টাইপিং করতে পারবেন । তবে বিজয় সফট্ওয়ারে সেটা হবে না ।

     বিজয় সফটওয়্যার জন্য আলাদা কিছু নিয়ম আছে এবং বিজয় সফটওয়্যার একটু হার্ড । তবে এই পোষ্টের মাধ্যমে অভ্র কিবোর্ড এ কিভাবে যুক্ত অক্ষর বাংলা টাইপিং করতে হয় এবং বিজয় সফট্ওয়ারে কিভাবে যুক্ত অক্ষর কিংবা বাংলা টাইপিং করতে হয় তা সম্পূর্ণ দেখিয়ে দেয়া হবে । আপনারা আর্টিকেলটি পড়তে থাকুন ।

    বিজয় সফটওয়্যার কিবোর্ডে বাংলা লেখার নিয়ম

    কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম ২০২৪

    বর্তমানে ল্যাপটপ কম্পিউটারে বিজয় সফটওয়্যার ব্যবহার বহুল কারণ অফিশিয়াল কিংবা পড়াশোনার ক্ষেত্রে বাংলা টাইপিং এর জন্য বিশেষভাবে হেল্প করে এই বিজয় সফটওয়্যার । আপনি যদি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে বিজয় সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাহলে নিচের দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করে খুব সহজে বিজয় সফটওয়্যার এর মাধ্যমে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লিখতে পারবেন । 

    প্রথমত আপনাকে বিজয় কীবোর্ড সফটওয়্যারটি প্লেস্টোর থেকে ডাউনলোড বা ইন্সটল করতে হবে ।
    ল্যাপটপ বা কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার জন্য উপযুক্ত পরিমাণে বিজয় কিবোর্ড ইন্সটল করতে হবে ।

    আর বিজয় কিবোর্ড যখন আপনার কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে সেটাকে ভালো করে সেট করে নিতে হবে ।

    বিজয় কিবোর্ডটিতে  বাংলা লেখার জন্য বাংলা ফন্ট বা পেজ সেট করতে হবে ।

    ল্যাপটপটিতে বাংলা ফন্ট সেট করার জন্য Ctrl+Alt+B লিখে বাংলা ফন্ট চালু করতে হবে ।

    কম্পিউটার বা ল্যাপটপে যদি  Ctrl+Alt+B   টাইপ করা হয় তাহলে বাংলা ফন্ট আসবে SutonnyMJ।

     আর সাধারণত এই টার দ্বারা কম্পিউটারে বিজয়ের বাংলা টাইপ করা হয় ।

    আর বিশেষভাবে মনে রাখতে হবে অনলাইনে লেখার জন্য  ইউনিকোড কি-বোর্ডেটি সেট করে নিতে হবে । 

    এবং ইউনিকোডে কি-বোর্ড সেট করার জন্য টাইপ করতে হবে Ctrl+Alt+V ।

    উপরে দেওয়া প্রসেস থেকে আপনি খুব সহজেই বিজয় কিবোর্ডে টাইপ করতে পারবেন ।

    অভ্র সফটওয়্যার কিবোর্ডে বাংলা লেখার নিয়ম

    অভ্র সফটওয়্যার কিবোর্ডে বাংলা লেখার নিয়ম

    এখন আমি আপনাদের দেখাতে চলেছি বাংলা কম্পিউটারে যুক্তবর্ণ লেখার জন্য অভ্র সফটওয়্যারের  ব্যবহার গুলি সম্পর্কে । এবং যদি আপনি এই অভ্র কিবোর্ড ব্যবহার করতে চান তাহলে আপনাকে সর্ব প্রথমে অভ্র কিবোর্ড ইন্সটল বা ডাউনলোড করে নিতে হবে  । তাই নীচে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন এবং অভ্র কীবোর্ড সফটওয়্যার টি ডাউনলোড করুন এছাড়াও এই অভ্র কিবোর্ড এর যুক্তবর্ণ লেখার পদ্ধতি গুলো স্বচক্ষে দেখে নিন ।

    তো এই অভ্র কীবোর্ড সফটওয়্যার টি বিভিন্ন ধরনের স্টেপ বা নিয়ম  আছে এবং সে সমস্ত নিয়মগুলি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে এই পোস্টের মাধ্যমে আলোচনা করে দিচ্ছি আপনারা দেখে নিন ।

    নিয়মাবলী বা স্টেপ ১

    ১. অভ্র বাংলা টাইপিং কিবোর্ড (Avro bangla typing keyboard) নিজের কম্পিউটারে ইনস্টল করার পর আপনারা কম্পিউটার স্ক্রিনের উপরে দিকেএবং অভ্র কিবোর্ড এর একটি আইকন আপনারা দেখতে পাবেন ।

    ২. এবং ওখানে ইংলিশ একটি আইকন আছে ইংলিশ আইকন টাতে ক্লিক করে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন।

    ৩. এবং যদি আপনি এখন বাংলা  লিখতে চান তাহলে আপনাকে ওই  ENGLISH লেখাতে ক্লিক করে বাংলা ভাষা সেট করে নিতে হবে  ।

    ৪. এছাড়াও, যদি আপনি আপনার কিবোর্ডটিতে F12 বাটন টিপেন তাহলে অটোমেটিক নিজে নিজে Avro তে বাংলা ভাষা সেট হয়ে যাবে,আর নিচের দেওয়া ছবিটির মত ইন্টারফেস চলে আসবে ।

    ৫.  উপরের দেয়া ৪ টি স্টেপ যদি ফলো করেন তাহলে অভ্র কিবোর্ডে বাংলাতে পরিবর্তন হয়ে যাবে ।


    নিয়মাবলী বা স্টেপ ২

    এখন যদি আপনারা অভ্র সফটওয়্যারটিতে(Avro software) বাংলা ভাষা সেট করার পর যদি  কোন কিছু অ্যাপ্লিকেশন( application )  লিখতে চান তাহলে সেটা ওপেন(open) করতে হবে ।

    আপনি বিভিন্ন ধরনের এডিটিং(editing) রাইটিংঅ্যাপ(writing app) বা নানান ধরনের সফটওয়্যার(software)  ইউজ করতে পারবেন । 

    যেরকম , Microsoft Office Word, excel, notepad, online writing software WordPress editor এ Avro bangla typing softwareইউজ করে বাংলা যুক্তবর্ণ অক্ষর টাইপিং করতে পারবেন  । 

    উপরের দেয়া 3 টি স্টেপ যদি ফলো করেন তাহলে অভ্র কিবোর্ডে বাংলাতে পরিবর্তন হয়ে যাবে ।


    নিয়মাবলী বা স্টেপ ৩

    এখন আপনারা যদি দেখতে চান যে আপনাদের বানানগুলো সঠিক আছে কিনা তাহলে Avro Pad ব্যবহার করতে পারবেন । যেটি আমরা পেয়ে যায় অভ্র কীবোর্ড সফটওয়্যার (Avro keyboard software) এর সাথে ।

    Avro Pad এ বাংলা বর্ণ টাইপিং করার পর আপনারা সোজা স্লিপ চেক Spell check  অপশনে ক্লিক করে প্রত্যেক শব্দের বানান ঠিক আছে কি না ভালো করে দেখে নেবেন ।

    এছাড়াও আপনারা   F7button press করে প্রতিটি শব্দের বানান সঠিক আছে কিনা দেখে নিতে পারবেন।

    কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম


    এতক্ষণ ধরে আমরা যে পোষ্টটি সম্পর্কে জানলাম সেটি হচ্ছে কম্পিউটারের বিজয় এবং অভ্র কিবোর্ড ব্যবহার করে কিভাবে যুক্তবর্ণ অক্ষর লিখব সেই সম্পর্কে । কিন্তু এবার যুক্ত অক্ষর লেখা বা দেখার পালা  । কম্পিউটার বা ল্যাপটপ আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি এবং সবারই মনে একটি প্রশ্ন জাগে যে যুক্তক্ষর কিভাবে লিখব বা লেখার নিয়ম কি? 

    তাই আমরা এবার দেখব কম্পিউটারে ব্যবহারকারী দুটি কিবোর্ড যেগুলো হচ্ছে বিজয় ও অভ্র যার দ্বারা আমরা যুক্তবর্ণ অক্ষর লিখতে পারি বা লেখার চেষ্টা করি । অতএব আমরা এখন দেখব কম্পিউটারে দুটি কীবোর্ড দ্বারা যুক্ত অক্ষর লেখার কৌশল  ।তো কম্পিউটারে বাংলা যুক্ত বর্ণ লেখার জন্য যে যুক্ত অক্ষর গুলি লাগে সেগুলো আমি সাধারণত এই পোষ্টের মাধ্যমে তুলে ধরেছি আপনারা নিচের এই পড়াটা পড়ে নিন এবং সহজেই কম্পিউটারের যুক্তবর্ণ সম্পর্কে শিখে নিন বা জেনে নিন  ।

    বিজয় কিবোর্ড বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম( Vijay Keyboard Bengali alphabet writing rules) 

    ক্ত (ক+ত) = J+G+K রক্ত
    ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) ক্ষয়
    হ্ম (হ+ম) = I+G+M ব্রাহ্মণ
    ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M
    জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) জ্ঞান
    ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U ব্যঞ্জন
    ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y কাঞ্চন
    ব্ব (ব+ব) = H+G+H গহ্বর
    ল্ল (ল+ল) = (Shift+V)+G+(Shift+V) উল্ল্যেখযোগ্য
    ত্ত (ত+ত) = K+G+K উত্তর
    ত্র (ত+র) = k+Z একতারা
    হৃ (হ+ ঋ) = I+A
    সূহ্রদ ক্র (ক+র) = J+Z ক্রিকেট
    ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z মন্ত্র
    দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) দগ্ধ
    দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)উদ্ভব
    ক্স (ক+স) = J+G+N রিক্সা
    ন্দ্র (ন+দ+র-ফলা) = B+G+L+Z নরেন্দ্র
    ন্ধ (ন+ধ) = B+(Shift D +L) অন্ধ
    ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) স্তব্ধ
    ভ্র (ভ+র) = (Shift+H)+Z ভ্রমর
    ভ্রু (ভ+র+ু) = (Shift+H)+Z+(Shift+S)
     ম্ন (ম+ন) = M+G+B
    ল্কা (ল+ক+া) = V+G+J+F উল্ক
    শ্ম (শ+ম) = (Shift+M)+G+M শ্মামাম
    ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J শুষ্ক
    ষ্ঠ (ষ+ঠ) = (Shift+N)+G+(Shift+T) কন্ঠ
    ষ্প (ষ+প) = (Shift+N)+G+R বাষ্প
    ষ্ফ (ষ+ফ) = (Shift+N)+G+(Shift+R)
    ষ্ট্র (ষ+ট+র-ফলা) = (Shift+N)+G+T+Z
    ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B)
    ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
    স্থ (স+হ) = N+G+(Shift+K) স্থান
    স্ত্র (স+ত+র) = N+G+K+Z অস্ত্র
    স্ক্রু (স+ক+র+ু) = N+G+J+Z+S স্ক্রুগজ
    স্ক্র (স+ক+র) = N+G+J+Z স্ক্রল
    স্প্ল (স+প+ল) = N+G+R+G+(Shift+V)
    হ্ন (হ+ন) = I+G+B চিহ্ন
    স্ফ (স+ফ) = N+G+(Shift+R) অস্ফালন
    চ্ছ্ব (চ+ছ+ব) = Y+G+(Shift+Y)+G+H সচ্ছ্বল
    হ্ব (হ+ব) = I+G+H আহ্বান
    ঙ্গ = Q+G+O অঙ্গ
    শ্ব = (Shift+M)+G+H শ্বশুর
    ঞ্ছ = (Shift+I)+(Shift+Y) = অবাঞ্ছিত
    দ্ম (দ +ম)=L+G +M পদ্ম।
    ট্ট (ট +ট )=T+G+T কট্টর।

    অভ্র কিবোর্ডে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম(Rules for writing Bengali letters in Avro keyboard)

    ক্ট = kT যেমন: ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
    ক্ট্র = kTr যেমন: অক্ট্রয়
    ক্ত = kt যেমন: রক্ত
    ক্ত্র = ktr যেমন: বক্ত্র
    ক্ন = kn যেমন: বাচক্নবী
    ক্ব = kw যেমন: পক্ব, ক্বণ
    ক্ম = km যেমন: রুক্মিণী
    ক্য = kZ যেমন: বাক্য
    ক্র = kr যেমন: চক্র
    ক্ষ = kkh যেমন: পক্ষ
    ক্ষণ = kkhN
    ক্ষ্ম = kkhm যেমন: লক্ষ্মী (kkhmi)
    ক্ষ্ম্য = kkhmZ যেমন: সৌক্ষ্ম্য
    ক্ষ্য = kkhZ যেমন: লক্ষ্য
    ক্স = ks যেমন: বাক্স
    খ্য =khZ যেমন: সখ্য
    খ্র = khrr যেমন যেমন: খ্রিস্টান
    গ্‌ণ = gN যেমন – রুগ্‌ণ
    গ্ধ = gdho যেমন: মুগ্ধ
    গ্ধ্য = gdhZ যেমন: বৈদগ্ধ্য
    গ্ধ্র = gdhr যেমন: দোগ্ধ্রী
    গ্ন = gn যেমন: ভগ্ন
    গ্ন্য = gmZ যেমন অগ্ন্য
    = র + ঘ + য যেমন: দৈর্ঘ্য
    র্ঙ্গ = র + ঙ + গ যেমন: শার্ঙ্গ (ধনুর্বিশেষ)
    র্চ্য = র + চ + য যেমন: অর্চ্য (পূজনীয়)
    র্জ্য = র + জ + য যেমন: বর্জ্য
    র্জ্জ = র + জ + জ যেমন: ঊর্জ্জ
    র্জ্ঞ = র + জ + ঞ যেমন: দুর্জ্ঞেয়
    র্ণ্য = র + ণ + য যেমন: বৈবর্ণ্য (বিবর্ণতা)
    র্ত্য = র + ত + য যেমন: মর্ত্য
    র্থ্য = র + থ + য যেমন: সামর্থ্য
    র্ব্য = র + ব + য যেমন: নৈর্ব্যক্তিক
    র্ম্য = র + ম + য যেমন: নৈষ্কর্ম্য
    র্শ্য = র + শ + য যেমন: অস্পর্শ্য
    র্ষ্য = র + ষ + য যেমন: ঔৎকর্ষ্য
    র্হ্য = র + হ + য যেমন: গর্হ্য
    র্খ = র + খ


    সর্বশেষ বিষয়ক

    আমাদের এই কম্পিউটারের বাংলা যুক্তবর্ণ লেখার যে কৌশলটি সেই কৌশলটি আপনাদের সম্পন্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ । আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের নিখুঁত ভাবে জানাতে চেয়েছি কম্পিউটার এর যুক্তবর্ণ অক্ষর কিভাবে লিখবেন সেই সম্পর্কে। এবং আমরা আশা করছি যে আপনারা এই পোস্টটি পড়ার মাধ্যমে অনেক হেল্প হয়েছেন এবং কম্পিউটারের যে যুক্তবর্ণ অক্ষর সেই অক্ষর গুলি সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করেছেন ।

     এ ছাড়াও আপনাদের যদি এই কম্পিউটার এর যুক্তবর্ণ অক্ষরের পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই পোস্টটি দেখে কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং বাংলা কিবোর্ড টাইপিং সম্পর্কে জানতে পারে । আমাদের গুগল নিউজ ফলো করুন 
    পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
    3 Comments
    • MD JUNAED AHMED
      MD JUNAED AHMED ২৬ জানুয়ারী, ২০২৪ এ ৮:৩২ PM

      nice post

    • MD JUNAED AHMED
      MD JUNAED AHMED ৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ৭:৪৭ PM

      nice

    • MD JUNAED AHMED
      MD JUNAED AHMED ৩ ফেব্রুয়ারী, ২০২৪ এ ৭:৫২ PM

      hi

    এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

    comment url