Oppo F21s Pro দাম কত বাংলাদেশে | Oppo F21s Pro price in Bangladesh
Oppo F21s Pro Price in Bangladesh - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো Oppo ব্র্যান্ডের মোবাইল। Oppo বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব Oppo ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো Oppo F21s Pro। আপনাদের সুবিধার্থে Oppo F21s Pro মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।
Oppo F21s Pro Specification
প্রথম রিলিজ - সেপ্টেম্বর 29, 2022
রং: এই মোবাইলটিতে রং হবে Dawnlight Gold।
নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক ।
সিম: ডুয়াল ন্যানো সিম ।
ডিসপ্লে:
Oppo F21s Pro এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৪৩ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ১০৮০ x ২৪০০ পিক্সেল (৪০৯ পিপিআই)।
ক্যামেরা:
Oppo F21s Pro মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল ৬৪+২+২মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ 4K আল্ট্রা এইচডি ।
সেলফি ক্যামেরায় থাকবে ডুয়াল ৩২ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ 4K আল্ট্রা এইচডি।
কর্মক্ষমতা:
Oppo F21s Pro মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, 2.4 GHz পর্যন্ত ও জিপিইউ অ্যাড্রেনো 610 । এই মোবাইলটিতে চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১১।
স্টোরেজ:
Oppo F21s Pro মোবাইলটিতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ।
ব্যাটারি:
Oppo F21s Pro মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৪৫০০ mAh (অ অপসারণযোগ্য) ও 33W দ্রুত চার্জিং।
Oppo F21s Pro দাম কত বাংলাদেশে | Oppo F21s Pro price in Bangladesh
বাংলাদেশে Oppo F21s Pro মোবাইলের অফিশিয়াল দাম ২৯,৯৯০ টাকা ( ৮+১২৮) জিবি ।
Oppo F21s Pro এই মোবাইলের সাথে পাচ্ছেন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। আপনাদের বাজেট যদি ২৯,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Oppo F21s Pro মডেল এর মোবাইলটি ভালো হবে।
আরো দেখুন - রেডমি ১০ সি দাম কত | Xiaomi Redmi 10C Price in Bangladesh
বাংলাদেশে Vivo Y33s এর দাম 2022 | Vivo Y33s Price in Bangladesh (8+128)
স্যামসাং গ্যালাক্সি a13 দাম কত
Oppo F21s Pro মোবাইলটির ভালো দিক
✔ সূক্ষ্ম নকশা, শক্তিশালী বিল্ড
✔ সূক্ষ্ম সামনে এবং পিছনে ক্যামেরা
✔ সম্পূর্ণ HD+ 90Hz AMOLED ডিসপ্লে
✔ 33W দ্রুত চার্জিং
✔ শালীন কর্মক্ষমতা
✔ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Oppo F21s Pro মোবাইলটির মন্দ দিক
✘ কোন 4K ভিডিও রেকর্ডিং নেই
✘ কোন রেডিও নেই
উপরে Oppo F21s Pro এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি Oppo F21s Pro মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url