পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে

 পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৫ - পৃথিবীর সব দেশের মানুষের একটা বিশেষ পরিচয়পত্র থাকে, সেটা হলো পাসপোর্ট। আমাদের দেশে যেমন জাতীয় পরিচয়পত্র (NID) থাকে, যা আমাদের দেশের মধ্যে পরিচয় জানায়, ঠিক তেমনি পাসপোর্ট আমাদের দেশের বাইরে অন্য দেশে পরিচয় দেয়। সাধারণত, একজন মানুষ একটাই পাসপোর্ট রাখেন, সেটা হয় ই-পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট।

আজকাল, পাসপোর্ট করা খুবই সহজ হয়ে গেছে। আগে যেমন দালালদের সাহায্য নিতে হতো, এখন সেটা আর প্রয়োজন হয় না। এখন আপনি নিজেই ঘরে বসে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। ২০২৫ সালে এসে পাসপোর্ট করতে কী কী লাগে, সেটা আমরা আজ জানবো। এছাড়া পাসপোর্টের জন্য কত টাকা খরচ হবে, তাও আপনাদের বলব।



পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে


পাসপোর্ট করতে কি কি লাগে-Passport korte ki ki lage 2025

পাসপোর্ট (ই-পাসপোর্ট) করার জন্য অনেক কিছু প্রয়োজন। এই পাসপোর্ট ৫ বছর অথবা ১০ বছর মেয়াদী হতে পারে। তবে যারা ১৮ বছরের নিচে বা ৬৫ বছরের বেশি বয়সী, তাদের পাসপোর্ট হবে ৫ বছর মেয়াদী এবং ৪৮ পৃষ্ঠার। এখন আমরা জানবো পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে।

১. NID কার্ড বা জন্ম নিবন্ধন সনদ:

  • যদি আপনার বয়স ১৮ থেকে ২০ বছর হয়, তাহলে আপনার NID কার্ড বা জন্ম নিবন্ধন সনদ লাগবে।
  • যদি আপনার বয়স ১৮ বছরের কম হয়, তবে শুধু জন্ম নিবন্ধন সনদ লাগবে।
  • আর ২০ বছরের বেশি হলে আপনার NID কার্ড অবশ্যই লাগবে।

২. পিতামাতার NID কার্ড:

  • যদি আপনি ১৮ বছরের নিচে থাকেন, তবে আপনার পিতা বা মাতা’র NID কার্ডের কপি লাগবে।

৩. নাগরিকত্ব সনদ:

  • পাসপোর্ট করার জন্য আপনাকে নাগরিকত্ব সনদ দিতে হবে। এটি আপনার গ্রামের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান দিয়ে দেয়া যাবে।

৪. অনলাইন আবেদনের কপি:

  • পাসপোর্টের জন্য আপনাকে https://www.epassport.gov.bd সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার পরে তার কপি পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

৫. পাসপোর্ট ফি পরিশোধের রিসিট:

  • পাসপোর্টের ফি অনলাইনে বা অফলাইনে দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সেই রসিদ পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

৬. পেশার প্রমাণ পত্র:

  • যদি আপনি ছাত্র হন, তবে স্টুডেন্ট আইডি দিতে হবে।
  • যদি আপনি চাকরি করেন, তবে চাকরির কার্ড দিতে হবে।
  • তবে, যদি আপনি কৃষক হন, তবে কোনো প্রমাণপত্র দিতে হবে না।

৭. বৈবাহিক অবস্থার সনদ:

  • যদি আপনি বিবাহিত হন, তাহলে বিবাহ সনদ লাগবে। যদি আপনি তালাকপ্রাপ্ত হন, তাহলে তালাকনামা দিতে হবে।

৮. ছবি:

  • ৬ বছরের নিচে যদি আপনার বয়স হয়, তাহলে পাসপোর্টের জন্য ছবি লাগবে। এই ছবি ল্যাব প্রিন্ট করা 3R সাইজে হতে হবে।

৯. NOC / GO:

  • সরকারি কর্মকর্তা হলে, বিদেশে যাওয়ার জন্য GO (Government Order) বা NOC (No Objection Certificate) লাগবে।

পাসপোর্ট করতে কত টাকা লাগে

ই-পাসপোর্ট করার জন্য কত টাকা খরচ হয়, সেটা বয়স এবং পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যার ওপর নির্ভর করে। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো:

৫ বছরের জন্য ৪৮ পেইজের পাসপোর্ট:

  • রেগুলার ডেলিভারি: ৪০২৫ টাকা
  • জরুরি ডেলিভারি: ৬৩২৫ টাকা
  • অতিরিক্ত জরুরি ডেলিভারি: ৮৬২৫ টাকা

৫ বছরের জন্য ৬৪ পেইজের পাসপোর্ট:

  • রেগুলার ডেলিভারি: ৬৩২৫ টাকা
  • জরুরি ডেলিভারি: ৮৬২৫ টাকা
  • অতিরিক্ত জরুরি ডেলিভারি: ১২১২৫ টাকা

১০ বছরের জন্য ৪৮ পেইজের পাসপোর্ট:

  • রেগুলার ডেলিভারি: ৫৭৫০ টাকা
  • জরুরি ডেলিভারি: ৮০৫০ টাকা
  • অতিরিক্ত জরুরি ডেলিভারি: ১০৩৫০ টাকা

১০ বছরের জন্য ৬৪ পেইজের পাসপোর্ট:

  • রেগুলার ডেলিভারি: ৮০৫০ টাকা
  • জরুরি ডেলিভারি: ১০৩৫০ টাকা
  • অতিরিক্ত জরুরি ডেলিভারি: ১৩৮০০ টাকা

এভাবে, পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠার সংখ্যা এবং ডেলিভারি টাইপের ওপর ভিত্তি করে, খরচ একটু কম বা বেশি হতে পারে।

 বাচ্চাদের ই পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে 2025

বাচ্চাদের ই পাসপোর্ট করার জন্য আপনার যে সকল কাগজপত্র দরকার হবে তা নিচে তুলে ধরা হলো -

• ই পাসপোর্ট আপিল অনলাইন কপি ( প্রিন্ট কপি)

• পাসপোর্ট এপ্লিকেশন সামারি কপি ( প্রিন্ট কপি)

• পাসপোর্ট ফি প্রদানের স্লিপ ( মূল কপি)

• জাতীয় পরিচয়পত্র - NID Card ( পিকচার কপি এবং মূল কপি)

• জন্মনিবন্ধন সনদ ইংরেজি ভার্সন- BRC ( যাদের বয়স ১৮ এর নিম্নদেশে )

• নাগরিক সনদ

• পেশা প্রমাণের সনদ (ছোট বাচ্চাদের পাসপোর্ট অ্যাপ্লাই এ পেশা সনদ লাগে না)

• পূর্বের পাসপোর্ট এর ফটো কপি তার সাথে নিমিত্ত কপি ( যাদের পূর্বের পাসপোর্ট রয়েছে )


৬ বছরের কম হলে পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে

আপনার বাচ্চার বয়স যদি ৬ বছরের কম হয়ে থাকে সে ক্ষেত্রে আপনার পাসপোর্ট করতে কি কি লাগবে নিচে তা তুলে ধরা হলো ।

• বাবা এবং মা এর ভোটার আইডি কার্ড ফটো কপি ( মূল কপি সাথে রাখবেন)

• ১ কপি 3R সাইজ ধলা ব্যাকগ্রাউন্ডের কালার পিকচার ( ল্যাব প্রিন্ট )

• ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

• পিতা তার সাথে মাতার ২ টি পাসপোর্ট সাইজ ছবি

• পেশা ডিপেন্ডেন্ট দেওয়ার জন্য হবে। ( তাহলে পেশা প্রমাণের ডকুমেন্ট লাগবে না)

৬ বছরের বেশী হলে কিন্ত ১৫ এর কম হলে পাসপোর্ট করতে কি কি লাগে

আপনার বাচ্চার বয়স যদি ৬ বছরের বেশী হলে কিন্ত ১৫ এর কম হলে সে ক্ষেত্রে আপনার পাসপোর্ট করতে কি কি লাগবে নিচে তা তুলে ধরা হলো ।


• বাবা এবং মা এর ভোটার আইডি কার্ড ( মূল কপি ও ছবি কপি)

• জন্মনিবন্ধন সনদ ( ইংরেজি ভার্সন)

• পিতা , মাতার পাসপোর্ট সাইজ পিকচার ২ কপি। জনক মাতার অবর্তমানে বৈধ অবিভাবকের ছবি

• পেশা প্রমাণের কাগজ ( শিক্ষানবিশ হলেঃ সর্ব সম্পন্ন শিক্ষগত যোগ্যাতার সনদ / বিদ্যালয় আই ডি কার্ড এর পিকচার কপি / অন্য কোন পেশা হলে তার ডকুমেন্ট)

পাসপোর্ট সম্পর্কে সাধারণ কিছু FAQ

ইমার্জেন্সি পাসপোর্ট করতে কতদিন সময় লাগে?

যদি আপনি জরুরি পাসপোর্ট চান, তাহলে ৭ দিনের জন্য আপনাকে ৫,৫০০ টাকা দিতে হবে। আর যদি সাধারণ পাসপোর্ট চান, তাহলে ১৫ দিনের জন্য খরচ হবে ৩,৫০০ টাকা।

১০ বছরের মেয়াদি ৪৮ পাতার ই-পাসপোর্ট ১৫ দিনে পেতে চাইলে আপনাকে ৫,০০০ টাকা দিতে হবে।

পাসপোর্ট করতে কি কাবিননামা লাগে?

প্রাপ্তবয়স্কদের পাসপোর্টে Spouse Name যুক্ত করতে চাইলে অবশ্যই স্বামী/ স্ত্রীর NID কার্ড ও কাবিন নামা প্রয়োজন হবে।

শেষ কথা:

বাংলাদেশে এখন ই-পাসপোর্ট পাওয়া অনেক সহজ হয়ে গেছে। আগে, পাসপোর্ট করার জন্য অনেক মানুষ দালালের সাহায্য নিত, কিন্তু এখন আপনি নিজেই খুব সহজে, কোথা থেকে হলেও পাসপোর্টের আবেদন করতে পারেন। ই-পাসপোর্টের জন্য ছবিও বা অন্য কাগজপত্র সত্যায়িত (নকল করা) করতে হয় না, তাই কাজটা খুব সহজ ও ঝামেলামুক্ত হয়ে গেছে।

যদি আপনি নিজে পাসপোর্ট করতে চান, তাহলে এই পোস্ট "পাসপোর্ট করতে কি কি লাগে - passport korte ki ki lage 2025" আপনাকে সাহায্য করতে পারবে। পাসপোর্ট সম্পর্কিত সব তথ্য, খবর এবং টিউটোরিয়াল পেতে আমাদের সাথে থাকুন!



ট্যাগ - পাসপোর্ট করতে কি কি লাগে, ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৫




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
0%