উপায় মোবাইল ব্যাংকিং চার্জ | উপায় মোবাইল ব্যাংকিং কোড

প্রথমে আমাদের জানতে হবে মোবাইল ব্যাংকিং কি? মোবাইল ব্যাংকিং হচ্ছে ব্যাংক তথা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত একটি সেবা যা গ্রাহক তাদের ব্যাবহৃত মোবাইল বা ট্যাব ডিভাইসের মাধ্যমে যে কোনো যায়গা থেকে স্বাচ্ছন্দে আর্থিক লেনদেন করতে পারে । 


এই লেনদেন অনলাইন তথা ইন্টারনেট সম্পৃক্ত । গ্রাহক তাদের লেনদেন একটি কোডের সাহায্যে ম্যানুয়ালি ডায়াল কারে বা ব্যাংক থেকে প্রদত্ত নির্দিষ্ট সফ্টওয়্যার যা অ্যাপ এর দ্বারা লেনদেন করতে পারবে । মোবাইল ব্যাংকিং এর সেবা সাধারণত ২৪ ঘন্টাই পাওয়া যায় ।

অন্য পোষ্ট -  Samsung galaxy S21 FE 5G বাংলাদেশে দাম কত 

স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা দাম কত

ওয়ানপ্লাস 10 প্রো দাম কত বাংলাদেশে

ওয়ান প্লাস ৮ প্রো এর দাম কত বাংলাদেশে

 শাওমি রেডমি A1 এর দাম কত বাংলাদেশে 

স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা দাম কত বাংলাদেশে

আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত

আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে | ১ ভরি সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে

উপায় মোবাইল ব্যাংকিং চার্জ |  উপায় মোবাইল ব্যাংকিং কোড


উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ


উপায় (UPAY) এর মাধ্যমে আপনি যদি কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে আপনি প্রতি হাজারে খরচ হবে ১৪ টাকা । আপনি যদি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) অথবা অন্য যে কোনো ব্যাংকের ATM বুথ থেকে টাকা উত্তোলন করতে চাইলে প্রতি হাজারে চার্জ হিসাবে খরজ হবে ৮ টাকা ।


উপায় মোবাইল ব্যাংকিং সেন্ড মানি চার্জ কত?


উপায় থেকে উপায় সেন্ড মানি চার্জ একদম ফ্রি । উপায় মোবাইল ব্যাংকিং থেকে সর্বচ্চ ২৫০০০ টাকা সেন্ড মানি করে পাঠাতে পারবেন । আর ৩০ দিনে অর্থাৎ মাসে ২০ বারে ২,০০০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করে পাঠাতে পারবেন ।


উপায় মোবাইল ব্যাংকিং কোড

উপায় মোবাইল ব্যাংকিং এর কোড *২৬৮#

উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন


উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার 16268

উপায় মোবাইল ব্যাংকিং সুবিধা


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) Upay প্রতিষ্ঠার শুরু থেকে গ্রাহকদের জন্য নানা ধরনের সুবিধা প্রদান করছে । এবার চলুন জেনে আসি Upay এর সুবিধা সমূহের বিবরন ---

উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেন্ড মানি লেনদেনে খুব সহজে করা যায় ।

উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন ।

উপায় মোবাইল ব্যাংকিং ব্যবহার করে গ্রাহকরা তাদের নিজস্ব অর্থ খুব সহজেই ক্যাশ আউট করে নিতে পারেন ।

উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক কোন রকম ঝামেলা ছাড়াই যেকোনো ইউটিলিটি বিল প্রদান করতে পারেন । যেমন - বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল, ইন্টারনেট বিল ইত্যাদি ।

উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন ।

এই মোবাইল ব্যাংকিং এর মধ্যমে অর্থ সঞ্চয় বা জমা করা যায় ।

এখানে জমাকৃত টাকার উপর বাৎসরিক হারে মুনাফা পাবেন ।

আপনি আপনার যাকাতের হিসাব ক্যালকুলেট করতে পারবেন ।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url