স্যামসাং গ্যালাক্সি f13 এর দাম কত | Samsung Galaxy F13 Price in Bangladesh

স্যামসাং গ্যালাক্সি f13 এর দাম কত | Samsung Galaxy F13 official Price in Bangladesh 2022

    Samsung Galaxy F13 Price in Bangladesh - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো Samsung ব্র্যান্ডের মোবাইল। Samsung Galaxy বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব Samsung ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো Samsung Galaxy F13। আপনাদের সুবিধার্থে Samsung Galaxy F13 মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো । 

    স্যামসাং গ্যালাক্সি f13 এর দাম কত  | Samsung Galaxy F13 Price in Bangladesh


    Samsung Galaxy F13  সম্পূর্ণ স্পেসিফিকেশন

    প্রথম রিলিজ - জুন 29, 2022

    রং: এই মোবাইলটিতে রং হবে জলপ্রপাত নীল, সানরাইজ কপার, নাইটস্কাই গ্রিন

    নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক  ।

    সিম: ডুয়েল ন্যানো সিম ।  

    ডিসপ্লে:

    Samsung Galaxy F13 এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৬ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ১০৮০ x ২৪০৮ পিক্সেল (৪০০ ppi)।

    ক্যামেরা:

    Samsung Galaxy F13 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল ৫০+৫+২ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ আল্ট্রা এইচডি ১০৮০।

    সেলফি ক্যামেরায় থাকবে ৮ মেগাপিক্সেল  ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ HD (১০৮০)।

    কর্মক্ষমতা: 

    Samsung Galaxy F13 মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, 2.0 GHz পর্যন্ত ও জিপিইউ মালি-G52  । এই  মোবাইলটিতে চিপসেট রয়েছে এক্সিনোস 850এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২। 

    স্টোরেজ:

    Samsung Galaxy F13 মোবাইলটিতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম

    ব্যাটারি: 

    Samsung Galaxy F13  মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৬০০০mAh  (অ অপসারণযোগ্য) ও ১৫W কুইক চার্জ । 

    স্যামসাং গ্যালাক্সি f13 এর দাম কত বাংলাদেশে   | Samsung Galaxy F13 Price in Bangladesh

    বাংলাদেশে Samsung Galaxy F13  মোবাইলের অফিশিয়াল দাম ২৩,৩৯৯ টাকা ( ৪+৬৪)  ।

    Samsung Galaxy F13  এই মোবাইলের সাথে পাচ্ছেন ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। আপনাদের বাজেট যদি ২৩,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Samsung Galaxy F13  মডেল এর মোবাইলটি ভালো হবে।


    Samsung Galaxy F13 মোবাইলটির ভালো দিক

    ✔ 6.6 ইঞ্চি বড় ফুল HD+ স্ক্রিন, গরিলা গ্লাস 5

    ✔ শালীন ক্যামেরা

    ✔ 6000 mAh বড় ব্যাটারি

    ✔ স্টাইলিশ সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

    ✔ Android 12

    Samsung Galaxy F13 মোবাইলটির মন্দ দিক 

    ✘ কোন 90Hz রিফ্রেশ রেট নেই

    ✘ কোন AMOLED ডিসপ্লে নেই

    ✘ ধীরগতির 15W চার্জার

    ✘ সামনের ক্যামেরা আরও ভালো হতে পারে

    ✘ দামের জন্য নিম্ন কর্মক্ষমতা

    Realme c35 মূল্য বাংলাদেশে 2022 অফিসিয়াল 6/128

    আইফোন ১৩ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশে

    শাওমি রেডমি নোট ১১ বাংলাদেশে দাম কত

    উপরে Samsung Galaxy F13 এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি Samsung Galaxy F13 মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে। 

    পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
    কোন মন্তব্য নেই
    এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

    comment url