৫০ কেজি চালের বস্তার দাম ২০২৩

     ৫০ কেজি চালের বস্তার দাম ২০২৩: বন্ধুরা এখন আমাদের সাথে শেয়ার করব ৫০ কেজি চালের বস্তার দাম। আপনারা যারা ৫০ কেজি চালের বর্তমান দাম জানতে চাচ্ছেন তারা এই আর্টিকেল এর মাধ্যমে জেনে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ৫০ কেজি চালের বস্তার দাম নিচে আলোচনা করা হলো।

    ৫০ কেজি চালের বস্তার দাম ২০২২

     

    আরো পড়ুন - নাজিরশাইল চালের দাম ২০২২ | ২৫ কেজি চালের বস্তার দাম ২০২২

    ধান কাটার মেশিন দাম কত 

    আর এফ এল পানির পাম্প দাম কত

    আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম

    মারকুইস সাবমারসিবল পাম্প দাম

    আর এফ এল ১ ঘোড়া পাম্পের দাম কত

    ৫০ কেজি চালের বস্তার দাম ২০২৩


    বর্তমানে সব কিছুর দাম বেড়েই  চলেছে। চালের দামও এখন প্রতি কেজিতে তিন টাকা পাঁচ টাকা করে বেরেছে। তাই সেই হিসেবে চালের বস্তার দাম ও বেরেই চলেছে। প্রতি বস্তায় দাম বেড়েছে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। নিচে ৫০ কেজির চলের বস্তার দাম আলোচনা করা হলো ।


    কেজি হিসেবে এক সপ্তাহ আগের দাম এবং বর্তমান দাম হলো:-

    এক সপ্তাহ আগেও যেখানে সবচেয়ে ব্যবহৃত গুটি স্বর্ণা চালের প্রতি কেজির দাম ছিল ৩৬ থেকে ৩৭ টাকা কেজি ছিল বর্তমানে সেই চালের দাম ৪০ থেকে ৪১ টাকা হয়েছে।

    একইভাবে পাইজাম চাল ৪২-৪৩-এর স্থলে ৪৫-৪৬ টাকা বেড়েছে। 

    বিআর উনত্রিশ ৪৬-৪৭-এর স্থলে ৪৮-৪৯ টাকা বেড়েছে। 

    বিআর আটাশ ৫১-৫২ এর স্থলে ৫৩-৫৪ টাকা বেড়েছে।  

    মিনিকেট ৫৫-৫৬-এর স্থলে ৫৭-৫৮ টাকা বেড়েছে। 

    উন্নত মিনিকেট ৫৯-৬০-এর স্থলে ৬০-৬১ টাকা বেড়েছে। 

    নাজিরশাইল ৬২-৬৩ এর স্থলে ৬৬-৬৭ টাকা বেড়েছে।  

    সিদ্ধ কাটারী ৯০-৯২-এর স্থলে ৯৩-৯৫ টাকা বেড়ে দরে বিক্রি হচ্ছে।


    বস্তা হিসেবে এক সপ্তাহ আগের দাম (৫০ কেজির বস্তা) এবং বর্তমান দাম হলো: 


    গুটি স্বর্ণা চাল ১৮০০-১৮৫০-এর স্থলে ২০০০ থেকে ২০৫০ টাকা বেড়েছে। 

    পাইজাম চাল ২১০০ থেকে ২১৫০-এর স্থলে ২২৫০-২৩০০ টাকা বেড়েছে। 

    বিআর উনত্রিশ চাল ২৩২০-২৩৫০-এর স্থলে ২৪০০-২৪৫০ টাকা বেড়েছে। 

    বিআর আটাশ চাল ২৫৫০-২৬০০-এর স্থলে ২৬৫০-২৭০০ টাকা বেড়েছে। 

    মিনিকেট ২৭৫০-২৮০০-এর স্থলে ২৮৫০-২৯০০ টাকা বেড়েছে। 

    উন্নত মিনিকেট চাল ২৯৫০-৩০০০-এর স্থলে ৩০০০-৩০৫০ টাকা বেড়েছে। 

    নাজিরশাইল ৩১০০-৩১৫০-এর স্থলে ৩৩০০-৩৩৫০ টাকা বেড়েছে এবং 

    সেদ্ধ কাটারি চাল ৪৫০০-৪৬০০-এর স্থলে ৪৬৫০-৪৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।


    উপরে ৫০ কেজি চালের বস্তার দাম আলোচনা করা হয়েছে। আপনার যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে  থাকেন তাহলে, আশা করব ৫০ কেজি চালের বস্তার দাম কত বেড়েছে বর্তমানে ৫০ কেজি চালের দাম কত হয়েছে সেটি আপনারা জানতে পারবেন। এই আর্টিকেলটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। 
    পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
    কোন মন্তব্য নেই
    এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

    comment url