মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র | Check NID card with mobile number

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম 2023 | Check NID card with mobile number

     মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র | Check NID card with mobile number - জাতীয় পরিচয় পত্র এমন একটি নথি যা প্রত্যেকটি দেশের নাগরিকের প্রায় প্রতিটি কাজেই দরকার হয় । আমাদের মাঝে অনেকেই আছেন যাদের অনেক কাজে জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয় । 

    অন্য পোষ্ট ওয়ালটন ফ্রিজ দাম ২০২৩

    আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে | ১ ভরি সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে

    স্কয়ার হাসপাতাল ডাক্তারের তালিকা ঢাকা 

    টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৩

    কিন্তু অনেকেই নিজের এনআইডি কার্ডের নাম্বার ভুলে যান । ঠিক এমন মুহূর্তে মোবাইল দিয়ে যদি আপনার এনআইডি নাম্বারটি দেখতে চান তাহলে কি করতে হবে, সেটাই আজকে আলোচনা করব ।

    আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪

    হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪

    মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ  ২০২৪

    হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪

    লেডিস সাইকেল এর দাম কত

    মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র | Check NID card with mobile number


    মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র | Check NID card with mobile number

    আপনি যদি বাংলালিংক সিম আপনার মোবাইলে ব্যবহার করেন তাহলে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি সহজেই দেখতে পাবেন । মোবাইল নাম্বার দিয়ে এনআইডি কার্ড এর নাম্বার দেখতে হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন ।


    ১। আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *1600# ডায়াল করুন । অবশ্যই বাংলালিংক সিম দিয়ে ডায়াল করবেন ।


    ২। *1600# ডায়াল করার পরে যে ইন্টারফেসটি আসবে তাতে 


    1.Status of your sim 


    2.Status against your NID এই দুটি অপশন আসবে ।


    ৩। উক্ত ইন্টারফেসের দুই নাম্বার টি সিলেক্ট করুন অর্থাৎ 2 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন ।


    ৪। এরপরে যে ইন্টারফেস আসবে তাতে লেখা থাকবে Your request has been accepted. Please wait for reply. অর্থাৎ এসএমএসের মাধ্যমে রিপ্লে আসার জন্য অপেক্ষা করতে বলা হবে । এসএমএস এর মাধ্যমে আপনাকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার জানিয়ে দেওয়া হবে ।


    ৫। এরপর 1600 নাম্বার থেকে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি জানিয়ে দেওয়া হবে ।


    কিভাবে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দেখতে পারবেন অতি সহজেই তা আপনি আলোচনার মাধ্যমে জানতে পারলেন । এছাড়া আপনার সিমটি কোন এনআইডি কার্ড এর নাম্বারের অধীনে আছে সেটাও দেখতে পারবেন একই নিয়মে ।


    এনআইডি দিয়ে সিম চেক - (বাংলালিংক)


    এনআইডি দিয়ে সিম চেক - (বাংলালিংক) - আপনি যদি দেখতে চান যে আপনার এনআইডি কার্ড এর অধীনে কয়টি বাংলালিংক সিম নিবন্ধিত আছে সেটা দেখতে চাইলে কি করবেন? একই এনআইডি কার্ড এর অধীনে কয়টি বাংলালিংক সিম আছে তা চেক করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করুন —


    ১। প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *1600*2# বাংলালিংক সিমের দ্বারা ডায়াল করুন ।


    ২। এরপর আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ডের অধীনে কয়টি বাংলালিনক সিম রেজিস্ট্রেশন করা আছে ।


    ৩। কিছুক্ষণের মধ্যেই 1600 থেকে একটি এসএমএস আসবে সেখানে উল্লেখ থাকবে যে কয়টি বাংলালিনক সিম আপনার জাতীয় পরিচয়পত্রের অধীনে রয়েছে ।

    এনআইডি দিয়ে সিম চেক


    এনআইডি দিয়ে সিম চেক - আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র কার্ড দিয়ে কয়টি সিম কিনেছেন বা নিবন্ধন করা আছে তা কিভাবে জানবেন? যে কোনো সিম থেকে কিভাবে জানতে পারবেন যে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধিত আছে তা আপনাদের সাথে আলোচনা করবো ।


    আপনারা হয়তো জেনে থাকবেন যে একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র কার্ড দিয়ে ১৫টি সিম রেজিস্ট্রেশন করা যায় । আপনি যদি না জানেন যে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তাহলে নিম্ন লিখিত পদ্ধতি অনুসরণ করুন ।


    আপনার ব্যবহার করা যে কোন অপারেটরের সিম থেকে *16001# ডায়াল করুন । এরপর আপনার এনআইডি কার্ড এর শেষের ৪ সংখ্যা টাইপ করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন ।


    মোবাইলের মাধ্যমে *16001# নম্বারে ডায়াল করে ফিরতি এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয়পএ /পাসপোর্ট/ড্রাইভিং লাইসসেন্স /জন্ম নিবন্ধন এর শেষের ৪ ডিজিট লিখে পাঠালেও হবে ।

    সিমের সংখ্যা জানতে কোন অপারেটরে কিভাবে SMS করবেন

    টেলিটকঃ টেলিকম থেকে এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন, তারপর info লিখে send করুন 1600 নাম্বারে ।

    বাংলালিংকঃ মোবাইলের ডায়াল অপশন থেকে বাংলালিংক সিম দিয়ে ডায়াল করুন *16001# নাম্বারে ।

    গ্রামীণফোনঃ গ্রামীণফোন থেকে info লিখে send করুন 4949 নম্বারে । অথবা গ্রামীণফোন থেকে Reg 17 Digit NID numbers লিখে send করুন 4949 নাম্বারে ।

    এয়ারটেলঃ মোবাইলের ডায়াল অপশন থেকে এয়ারটেল সিম দিয়ে ডায়াল করুন *16001# নাম্বারে ।

    রবিঃ মোবাইলের ডায়াল অপশন থেকে রবি সিম দিয়ে ডায়াল করুন *16001# নাম্বারে ।


    বন্ধুরা আশা করি আজকের "মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র | Check NID card with mobile number" আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আনকমন এবং আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “ আজকের আইটি ” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।।

    পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
    কোন মন্তব্য নেই
    এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

    comment url