মোবাইল কতদিন ব্যবহার হয়েছে কিভাবে দেখব
মোবাইল কতদিন ব্যবহার হয়েছে কিভাবে দেখব তা জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
আমাদের মধ্যে অনেকেই আছে নতুন স্মার্টফোন কেনার সামর্থ্য থাকে না। তারা অনেক সময় সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকে।
আর আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফোনে এই প্রশ্নটি আসবে যে কিভাবে দেখব মোবাইল কতদিন ব্যবহার হয়েছে।
আরো পড়ুনঃ বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৩
এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা জরুরী যখন আমরা সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করি। অনেক সময় দেখা যায় বিক্রেতা বলে যে এই ফোনটি সবে মাত্র চার মাস হয়েছে।
কিন্তু কতটুকু কার কথা বিশ্বাস করব। বরং এর চেয়ে ভালো হবে আমরা কিছু উপায় জেনে নিব যেগুলোর মাধ্যমে বুঝতে পারবো আমাদের ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে।
তাই আজকের এই আর্টিকেলে মোবাইল কতদিন ব্যবহার হয়েছে কিভাবে দেখবো তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।
আরো পড়ুনঃ বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
মোবাইল কতদিন ব্যবহার হয়েছে কিভাবে দেখব
আমি আজ আপনাদের সামনে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটি হলো যারা স্যামসাং মোবাইল ব্যবহার করে তাদের জন্য।
আর অন্যটি সব মোবাইল ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। প্রথমে আমি স্যামসাং মোবাইল যারা ব্যবহার করে তারা কীভাবে দেখবে তা নিয়ে আলোচনা করব।
এর জন্য প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। তাই প্রথমে আপনি মোবাইলের প্লে স্টোরে যাবেন।
তারপর Phone INFO এই কিওয়ার্ডটি লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে সবুজ কালারের একটি অ্যাপ প্রদর্শিত হবে।
Phone INFO কিওয়ার্ডটির নিচে SAM এই লিখাটি দেখতে পাবেন। অর্থাৎ বুঝে নিবেন এটাই হচ্ছে আপনার কাঙ্খিত অ্যাপ।
এখন এই অ্যাপসটি ইন্সটল করে ডাউনলোড করে নিবেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন যারা স্যামসাং ব্যবহার করে তাদের মোবাইলের তথ্য সবচেয়ে বেশি দেখাবে।
আর আমি এটাও বলে দিচ্ছি যে এই অ্যাপসটি সকল স্মার্টফোনে সাপোর্ট করবে। শুধু যে স্যামসাং মোবাইল ব্যবহারকারীর তথ্য প্রদান করবে এমনটা নয়।
অন্যান্য মোবাইলেরও তথ্য দেখতে পারবেন সীমিত আকারে। আর যারা স্যামসাং বাদে অন্য মোবাইল ব্যবহার করেন,
তাদেরকে আমি বলব আপনি প্লে স্টোরে গিয়ে Find My Device এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন।
এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করলে আপনি ফোনের আইএমইআই নাম্বার দেখতে পারবেন।
পাশাপাশি আপনার ফোনটি কবে রেজিস্টার করা হয়েছে তাও দেখতে পাবেন। এমনকি গত কত তারিখে তা দেখা হয়েছে তাও আপনার সামনে প্রদর্শিত হবে।
তাই যারা স্যামসাং ব্যবহার করেন না তারা এই এ্যাপসটি ডাউনলোড করবেন। আশা করি মোবাইল কতদিন ব্যবহার হয়েছে কিভাবে দেখব তা সম্পূর্ণ জানতে পেরেছেন।
অন্য পোষ্ট: আলহামদুলিল্লাহ অর্থ কি | Al-Ḥamdu Lillāh
দোয়া কুনুত বাংলা | দোয়া কুনুত বাংলা উচ্চারণ
বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর উপায়
এভারকেয়ার হাসপাতাল ঢাকা ডাক্তারের তালিকা | Evercare Hospital Dhaka Doctor List
বারডেম হাসপাতালের ঠিকানা এবং ডাক্তারদের তালিকা
স্কয়ার হাসপাতাল ডাক্তারের তালিকা ঢাকা | Square Hospital Doctor List
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url