বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৪

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৩ জেনে নিন ।

    বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৪ -  বিকাশ নগদ রকেটের মতো উপায়ও বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। এই সেবাটি দিন দিন জনপ্রিয়তার শীর্ষে চলে যাচ্ছে।

    আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪

    হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪

    মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ  ২০২৪

    হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪

    লেডিস সাইকেল এর দাম কত

    আরো পড়ুনঃ  ২০২৩ সালে ঈদুল ফিতর কত তারিখে | ঈদুল আজহা ২০২৩ কত তারিখে | Eid Ul Fitr 2023


    সবাই এই সেবা গ্রহণ করার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা উপভোগ করতেছে। 

    একটা জরিপে দেখা যায় আমাদের দেশে যারা বাটন ফোন ব্যবহার করে তাদের মধ্যেও এই সেবাটি গ্রহন করতে ইচ্ছুক। 

    কিন্তু কিভাবে বাটন ফোনে উপায় একাউন্ট খুলবে তা অনেকেই জানেনা। 

    তাই তাদের জন্য একটি খুশির খবর হলো যে আপনি বাটন ফোন ব্যবহার করেও উপায় একাউন্ট খুলতে পারবেন। 

    আমরা ইতিপূর্বে জেনেছি যে উপায় একাউন্ট খুলতে আমাদের জাতীয় পরিচয় পত্র এর তথ্য প্রয়োজন হয়। 

    এবং পাশাপাশি উপায় অ্যাপস ডাউনলোড করে আমাদের এই একাউন্ট খুলতে হয়। কিন্তু আমরা যারা বাটন ফোন ব্যবহার করে তাদের কিন্তু এই সুযোগ হয় না। 

    তাই আজকেরে এই আর্টিকেলে আমি বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম আলোচনা করব।


    আরো পড়ুনঃ ট্যাপ মোবাইল ব্যাংকিং | ট্যাপ মোবাইল ব্যাংকিং কোড |  Tap Helpline Number

    বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৩


    বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৪

    এই জন্য বাটন ফোনের উপায় একাউন্ট খুলতে প্রথমেই আপনি মোবাইলে ডায়াল বিভাগে যাবেন।তারপর সেখানে ডায়াল করবেন *২৬৮#। 

    তবে একটি জিনিস মাথায় রাখবেন এই কোডটি ডায়াল এর পূর্বে আপনি উপায় একাউন্টে রেজিস্টার করে নিতে হবে। 

    অর্থাৎ আপনারা যারা বাটন ফোন ব্যবহার করেন, তাদের আত্মীয়দের মধ্যে কেউ না কেউ হলেও স্মার্টফোন ব্যবহার করে থাকে। 

    এই জন্য তাদের নিকটে গিয়ে আপনার নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্টটি রেজিস্টার করে নিবেন। 

    যাইহোক এই ইউএসএসডি কোড ডায়াল করার পর আপানার সামনে উপায়ে এর কতগুলো অপশন প্রদর্শিত হবে। 

    এই অপশন গুলোর মধ্যে থেকে সাত নম্বর বিভাগটি টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপর আবারও আপনার সামনেই কতগুলো অপশন প্রদর্শিত হবে। 

    এই অপশন গুলোর মধ্যে থেকে আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন এবং এখানে লিখা থাকবে Balance Inquiry। 

    তবে একটি জিনিস মাথায় রাখবেন এই অপশনের মাধ্যমে আপনি উপায় এর একটি পিন সেট করতে হবে। 

    যেভাবে আমরা বিকাশ নগদ এবং রকেটের পিন সেট করে থাকি। তাই আপনার এই গোপন পিনটি সতর্কতার সাথে বসাবেন। 

    প্রথম অপশনটি অর্থাৎ ১ লিখে টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করলেই আপনাকে পিন বসাতে বলবে। 

    তারপর পিন বসিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটি সফলভাবে খুলে যাবে। 

    এখন আপনি চাইলে উপায় অ্যাপস এ লগইন এর মাধ্যমে আপনার একাউন্টটি ব্যবহার করতে পারেন। 

    আশা করি বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানতে পেরেছেন।


    অন্য পোষ্ট: আলহামদুলিল্লাহ অর্থ কি | Al-Ḥamdu Lillāh

    দোয়া কুনুত বাংলা | দোয়া কুনুত বাংলা উচ্চারণ

    বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর উপায়

     এভারকেয়ার হাসপাতাল ঢাকা ডাক্তারের তালিকা | Evercare Hospital Dhaka Doctor List

    বারডেম হাসপাতালের ঠিকানা এবং ডাক্তারদের তালিকা 

    স্কয়ার হাসপাতাল ডাক্তারের তালিকা ঢাকা  | Square Hospital Doctor List

    পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
    কোন মন্তব্য নেই
    এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

    comment url