যশোর জেলার বিখ্যাত স্থান | যশোর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ | যশোরের বিখ্যাত নদীটির নাম কি?
যশোর জেলার বিখ্যাত স্থান | যশোর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ | যশোরের বিখ্যাত নদীটির নাম কি? জেনে নিন ।
এ উপমহাদেশের ইতিহাসে যশোর একটি অতি প্রাচীন জনপদ । ব্রিটিশ আমলে যশোর ছিলো একটি মহকুমা । ১৭৮১ খ্রিষ্টাব্দে ব্রিশিট ভারতের প্রথম অবিভক্ত প্রথম জেলা যশোর । বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম স্বাধীন হওয়া জেলা যশোর । গুগল নিউজ দেখতে এখানে ক্লিক করুন ।
বারডেম হাসপাতালের ঠিকানা এবং ডাক্তারদের তালিকা
স্কয়ার হাসপাতাল ডাক্তারের তালিকা ঢাকা | Square Hospital Doctor List
টাঙ্গাইল জেলা কেন বিখ্যাত | টাঙ্গাইল জেলা থানা কয়টি
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে | ১ ভরি সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে
যশোর জেলার সব উপজেলার নাম
যশোরের মোট উপজেলা ৮টি । যথা -
যশোর সদর উপজেলা ।
অভয়নগর উপজেলা ।
কেশবপুর উপজেলা ।
চৌগাছা উপজেলা ।
ঝিকরগাছা উপজেলা ।
বাঘারপাড়া উপজেলা ।
মনিরামপুর উপজেলা ।
শার্শা উপজেলা
যশোর জেলার সব থানার নাম
যশোর জেলার মোট ৮টি থানা এবং একটি পোর্ট থানা আছে । যথা -
যশোর সদর থানা ।
অভয়নগর থানা ।
কেশবপুর থানা ।
চৌগাছা থানা ।
ঝিকরগাছা থানা ।
বাঘারপাড়া থানা ।
মনিরামপুর থানা ।
শার্শা থানা (পোর্ট থানা) বেনাপোল ।
যশোর জেলার সব পৌরসভার নাম
যশোর জেলার মোট ৮টি পৌরসভা আছে । যথা -
যশোর পৌরসভা, যশোর ।
বেনাপোল পৌরসভা, শার্শা, যশোর ।
মণিরামপুর পৌরসভা, যশোর ।
কেশবপুর পৌরসভা, যশোর ।
ঝিকরগাছা পৌরসভা, যশোর ।
চৌগাছা পৌরসভা, যশোর ।
বাঘারপাড়া পৌরসভা, যশোর ।
নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর, যশোর ।
যশোর জেলার আয়তন ও জনসংখ্যা কত?
বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে প্রশাসনিক কাঠামোর দিক থেকে যশোর বাংলাদেশের ১৩তম বৃহত্তম জেলা । জেলার মোট আয়তন ২৫৯৪.৯৫ বর্গমাইল এর মধ্যে ৬০ বর্গমাইল নদী এলাকা । ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী যশোর জেলার মোট লোকসংখ্যা ২৭,৬৪,৫৪৭ জন ।
যশোর জেলার পূর্ব নাম কি?
অনেকের মতে প্রাচীন যশোহর থেকে যশোর নামের উৎপত্তি । আবার অনেকের মতে বাংলার দীর্ঘদিনের রাজধানী গৌড়ের যশ হরণ করে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এ নতুন রাজ্যের নামকরণ হয়েছিল “জসর রাজ্য” । আবার অনেকের মতে ফরাসী শব্দ যশর থেকে যশোর নামের উৎপত্তি বলে অনেকের ধারণা । ফরাসী শব্দ যশর অর্থ ব্রীজ বা সাঁকো । যশোরে আসার জন্য অসংখ্য খাল, নদী-নালা পার হতে হতো। এসব খাল, নদী-নালার উপরে ছিল অসংখ্য সাঁকো। আর এজন্যই নাম করণ করা হয় “যশর” থেকে “যশোর” হয় ।
যশোর বিখ্যাত কেন?
যশোর জেলা খই, খেজুর গুড় ও জামতলার মিষ্টির জন্য বিখ্যাত। তাছাড়া যশোর জেলাটিকে বাংলাদেশের ফুলের রাজধানীও বলা হয়ে থাকে ।
যশোরের বিখ্যাত নদীটির নাম কি?
যশোরের বিখ্যাত নদীটির নাম কপোতাক্ষ । এছাড়াও যশোরের উল্লেখযোগ্য আরো বেশকিছু নদী রয়েছে যা হলো ভৈরব, চিত্রা, মুক্তেশ্বরী ও হরিহর নদী ইত্যাদি।
যশোরের জেলার বিখ্যাত স্থানের নাম
👉যশোর বিমান বন্দর
ব্রিটিশ আমলে ১৯৪২ সালে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে যশোরে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু করে । মাত্র ছয় মাসের মধ্যে ব্রিটিশ বিমান বাহিনীর উপযোগী একটি বিমান বন্দর চালু করে তৎকালীন ব্রিটিশ সরকার । ১৯৪৫ সাল পর্যন্ত এই বিমান বন্দর চালু ছিল । এরপর ভারত ভাগ হওয়ার পর ১৯৫০ সালে যশোরে পাকিস্তান সেনা বাহিনী ও বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করে । তৎকালী পাকিস্তান সরকার ১৯৫৬ সালে যশোরে পুনাঙ্গ বিমান বন্দর চালুর উদ্যোগ নেয় । তবে যশোরে পূর্নাঙ্গ বিমান বন্দর সচল হয় ১৯৬০ সালে । তখন পিআইএ চট্টগ্রাম, যশোর এবং ঈরশ্বদী থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে ।
👉বেনাপোল বন্দর
যশোরের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এবং দেশের প্রধান এবং সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দর যা শার্শা উপজেলার সীমান্তবর্তী বেনাপোল পৌর এলাকায় অবস্থিত । ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এই স্থল বন্দরের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে । যশোরের ওপারে আছে পেট্রাপোল । বাংলাদেশ সরকারের আমদানী শুল্ক আহরণে বেনাপোল স্থল বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বেনাপোল বন্দর যশোরের এই এলাকার মানুষদের জীবিকার অন্যতম সূত্র হলো বন্দরের কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টের কাজ ।
👉নওয়াপাড়া
যশোরের ব্যবসা এবং বাণিজ্যর প্রাণ কেন্দ্র বলা যায় নওয়াপাড়াকে । এখানকার আশেপাশের উদ্যোক্তাদের কারণে এখানে বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠেছে । এছাড়া নৌপথে আমদানি রপ্তানি হয়ে থাকে । যা দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে ।
👉গদখালি
বাংলাদেশের ফুলের রাজধানী হয় যশোরকে । বাংলাদেশের চাহিদা মুলক প্রায় অধিকাংশ ফুল মূলত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে চাষ হয় । যশোরের গদখালিতে উৎপাদিত ফুল সারা বাংলাদেশে সরবরাহ করা হয় ।
যশোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস
স্বাধীনতা যুদ্ধেও যশোরের রয়েছে গৌরবময় ইতিহাস । বাংলাদেশের মুক্তিযুদ্ধে যশোরই হল প্রথম শত্রু মুক্ত জেলা । ৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে ২-জনই বৃহত্তর যশোর জেলার কৃতি সন্তান । ১ম জন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ২য় জন বীরশ্রেষ্ঠ শহীদ সেপাহী হামিদুর রহমান । এই ইতিহাস যশোরবাসীদের পরম অহংকারের ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চুড়ান্তভাবে শেষ হবার কয়েকদিন আগেই স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপন লড়াইয়ে দেশের সর্বপ্রথম শত্রু মুক্ত হয় আমাদের এই যশোর জেলা । সেই গৌরবমন্ডিত তারিখটি ছিল ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ।
যশোরের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম শহীদ হন চারুবালা, জননেতা শহীদ মশিউর রহমান, এ্যাডভোকেট শ্রী সুনীর কুমার রায়, ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাহা, সমাজসেবী সুধীর কুমার ঘোষসহ অনেকে ।
যশোর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
- মহাকবি মাইকেল মধুসূদন দত্ত
- কর্মবীর মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ
- রায় বাহাদুর যদুনাথ মজুমদার
- জ্যোতিস্ক বিজ্ঞানী রাধাগোবিন্দ চন্দ
- সাংবাদিক ও সাহিত্যিক শিশির কুমার ঘোষ
- এ্যাডভোকেট শহীদ মশিউর রহমান
- যতীন্দ্রনাথ মূখোপাধ্যয় (বাঘা যতীন)
- কে পি বসু (কালিপদ বসু)
- শিক্ষাবিদ আব্দুর রউফ
- বেগম আয়েশা সরদার (নারী আন্দোলনের নেত্রী)
- সংগ্রামী মোহাম্মদ বেলায়েত হোসেন
- প্রফেসর শরীফ হোসেন
- ওয়াহেদ আলী আনসারী
- বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রওশন আলী (এ্যাডভোকেট)
- আলোকচিত্রকর মোঃ সফি
- মোশাররফ হোসেন
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url