রবি মিনিট অফার ২০২৩ - আজকে আমি আপনাদের সঙ্গে রবি মিনিট অফার সম্মন্ধে কথা বলবো। আপনি যদি রবি ইউজার হয়ে থাকেন ও আপনার যদি একটি রবি সিম থেকে থাকে তাহলে এ পোস্টটি আপনার জন্যই। রবি অধুনা খুবই সনামধন্য একটি নেটওয়ার্ক অপারেটর কোম্পানী।
অন্যান্য নেটওয়ার্ক অপারেটরের তুলনায় নেটওয়ার্ক প্রাপ্তির দিক হতে রবি সবার চেয়ে এগিয়ে আছে। সেই সাথে রবি দিচ্ছে প্রত্যহ নতুন সব ধামাকা অফার। রবি তাদের সব ইউজারদের কথা মাথায় রেখে নানারকম মেয়াদের ইন্টারনেট বান্ডেল, মিনিট বান্ডেল প্যাকের সুবিধা দ্বারা থাকে। আজকে আমরা এ পোস্টে মিনিট বান্ডেল নিয়ে কথা বলবো।
রবি আজকাল তাদের ব্যবহারকারীদের 4.5G ইন্টারনেট অ্যাডভান্টেজ দিচ্ছে। এক এক জনের লাইক একেক রকম হওয়ায় রবি তাদের সব গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন দামে নানা রকমের অফার দিচ্ছে। নিচে ডিটেইলস তথ্য দেওয়া হলো।
অন্য পোষ্ট -
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে | ১ ভরি সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে
Samsung galaxy S21 FE 5G বাংলাদেশে দাম কত
শাওমি রেডমি A1 এর দাম কত বাংলাদেশে
স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা দাম কত বাংলাদেশে
রিয়েলমি GT Master Edition দাম কত
টেকনো পোভা নিও ২ দাম কত
Oppo F21s Pro দাম কত বাংলাদেশে
আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত
রবি মিনিট অফার ২০২৩ | Robi Minute Offer 2023
বাংলাদেশের নেটওয়ার্ক অপারেটরগুলোর মধ্যে রবি অন্যতম। রবির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তাদের সেই জনপ্রিয়তা ধরে রাখার উদ্দেশ্যে তারা প্রতিনিয়ত প্রত্যহ নিউ ধামাকা অফার দিচ্ছে। তারই ভাগ হিসেবে সাম্প্রতিক কালে কতিপয় মিনিট বান্ডেল প্যাক পাবলিশ করা হয়েছে।
রবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (www.robi.com.bd) কতিপয় মিনিট বান্ডেল অফার প্রকাশ করেছে। ১টি সুনির্দিষ্ট সময় পর্যন্ত সেই সকল অফার গুলো বলবৎ থাকবে।
প্রিয় গ্রাহক, আপনি যদি রবির মিনিট বান্ডেল প্যাক সম্পর্কে ডিটেইলস জানতে চান তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। আমরা আমাদের এ পোস্টে রবির মিনিট বান্ডেল সম্মন্ধে ডিটেইলস জানাবো। নেটওয়ার্ক অপারেটরদের প্রত্যহ নতুন অফার সম্মন্ধে জানতে রেগুলার আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রবিতে কত টাকা রিচার্জে কত মিনিট ২০২৩
রবিতে কত টাকা রিচার্জে কত মিনিট পাবেন তা নিচে তুলে ধরা হয়েছে বিস্তারিত একটু কষ্ট করে দেখে নেবেন ।
৬ টাকায় ১০ মিনিট রবি অফার ২০২৩
আপনি যদি একমাত্র ১ দিনের জন্য কতিপয় পরিমাণ মিনিট ক্রয় করার জন্য চান, তাহলে ৬ টাকায় ১০ মিনিট বান্ডেল ক্রয় করার জন্য পারেন।
প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*০৫৫#
অথবা ০৬ টাকা রিচার্জ করেও প্যাকটি কিনতে পারবেন
মেয়াদ ১ দিন
১০ টাকায় ৪০ মিনিট রবি অফার ২০২৩
স্বল্প টাইমের জন্য স্বল্প মাত্রার মিনিট কিনতে চাইলে ২৪ ঘন্টার জন্য ১০ অর্থের এই প্যাকটি আপনার জন্য সাজেস্ট করছি।
প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*০২#
অথবা ১০ টাকা রিচার্জ করেও প্যাকটি কিনতে পারবেন
মেয়াদ ১ দিন
রবি ১৪ টাকায় ২৫ মিনিট অফার ২০২৩
৩ দিনের অর্থাৎ ৭২ ঘন্টার জন্য মিনিট বান্ডেল কিনতে চাইলে ২৫ মিনিটের এ প্যাকটি আপনার জন্যই। দেরি না করে এখনই প্যাকটি একটিভ করে নিন।
প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*০৩#
অথবা ২৫ টাকা রিচার্জ করেও প্যাকটি কিনতে পারবেন
মেয়াদ ৩ দিন
রবি ১৯৪ টাকায় ৩০০ মিনিট অফার ২০২৩
রবির ১০ দিনের মিনিট বান্ডেলের ভিতরে এটি একটি বেশ ভালো বান্ডেল। আপনি ইচ্ছা করলেই ১৯৪ টাকা রিচার্জ করে এটা কিনতে পারবেন।
প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*১৯৪#
অথবা ১৯৪ টাকা রিচার্জ করেও প্যাকটি কিনতে পারবেন
মেয়াদ ১০ দিন
রবি ৯০ মিনিট অফার ২০২৩ ৬১ টাকা
সল্প মূল্যের ও বেশি টাইমের জন্য কোনো বান্ডেল কিনতে নিচের প্যাকটি দেখতে পারেন। ১৫ দিনের জন্য এই প্যাকটি একটিভ করতে পারবেন।
প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*৯০#
অথবা ৬১ টাকা রিচার্জ করেও প্যাকটি কিনতে পারবেন
মেয়াদ ১৫ দিন
রবি মিনিট অফার ৩০ দিন ২০২৩
রবির দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক প্রভৃতি বিভিন্ন মেয়াদের মিনিট বান্ডেল এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মাসিক ভিত্তিক মিনিট বান্ডেল পাদদেশে উল্লেখ করা হলোঃ
১৯০ মিনিট অফার ১১৮ টাকা
সল্প মূল্যের এবং বেশি টাইমের জন্য কোনো বান্ডেল কিনতে নিচের প্যাকটি দেখতে পারেন।
প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*১৯০#
অথবা ১১৮ টাকা রিচার্জ করেও প্যাকটি কিনতে পারবেন
মেয়াদ ৩০ দিন
রবি ৪৫০ মিনিট ১ জিবি ২৭৮ টাকা অফার ২০২৩
আপনি যদি স্বল্প মাত্রার ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন ও বেশি পরিমাণের মিনিট ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই প্যকটি আপনার জন্যই।
প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*৪৫০#
অথবা ৪৫০ টাকা রিচার্জ করেও প্যাকটি কিনতে পারবেন
মেয়াদ ৩০ দিন
৮০০ মিনিট অফার ৪৯৭ টাকা অফার ২০২৩
আপনি যদি মোবাইলে পর্যাপ্ত কথা বলা হয়ে থাকে থাকেন, তাহলে এই প্যাকটি আপনার জন্য। এ বান্ডেলটি কিনলে ১ মাসের জন্য ৪৯৭ টাকা কর্তৃক ৮০০ মিনিট নিতে পারবেন।
প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*৪৯৭#
অথবা ৪৯৭ টাকা রিচার্জ করেও প্যাকটি কিনতে পারবেন
মেয়াদ ৩০ দিন
রবির মিনিট কিভাবে দেখে ২০২৩
রবি মিনিট দেখার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *২২২# । এই কোডটি ডায়াল করলেই আপনি রবি মিনিট অফার দেখতে পাবেন ।
রবি দিচ্ছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে মিনিট বান্ডেল যা আপনিও এনজয় করতে পারবেন। অন্য সকল নেটওয়ার্ক অপারেটরের তুলনায় রবির মিনিট বান্ডেল গুলোর ভ্যালু তুলনামূলক ভাবে কম। আপনি রবি সিম ইউজার হলে লেট না করে এখনই সেই অফার গুলো লোফে নিন। সকল নেটওয়ার্ক অপারেটরের নানারকম অফার সম্পর্কে হালনাগাদ জানতে রেগুলার আমাদের সাইটে ভিজিট করুন।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url