ভিভো y22 এর দাম কত | Vivo Y22 price in Bangladesh 2023

    ভিভো y22 বাংলাদেশে দাম কত 2023 - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো Vivo ব্র্যান্ডের মোবাইল। Vivo বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব Vivo ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো Vivo Y22 । আপনাদের সুবিধার্থে Vivo Y22 মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।

    অন্য পোষ্ট -

    আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে | ১ ভরি সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে

    Samsung galaxy S21 FE 5G বাংলাদেশে দাম কত

    ওয়ানপ্লাস 10 প্রো দাম কত বাংলাদেশে

    ওয়ান প্লাস ৮ প্রো এর দাম কত বাংলাদেশে

     শাওমি রেডমি A1 এর দাম কত বাংলাদেশে 

    স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা দাম কত বাংলাদেশে

    Vivo Y22 সম্পূর্ণ স্পেসিফিকেশন

    প্রথম রিলিজ - 5 সেপ্টেম্বর, 2022

    রং: এই মোবাইলটিতে রং হবে স্টারলাইট ব্লু, মেটাভার্স গ্রিন, সামার সায়ান।

    নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক  ।

    সিম: হাইব্রিড ডুয়াল ন্যানো সিম ।  

    ডিসপ্লে:

    Vivo Y22 এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৫৫ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ৭২০ x ১৬১২ পিক্সেল (২৭০ পিপিআই)।

    ক্যামেরা:

    Vivo Y22 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ডুয়াল 50+2 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ এইচডি।

    সেলফি ক্যামেরায় থাকবে ৮ মেগাপিক্সেল  ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ এইচডি।

    কর্মক্ষমতা: 

    Vivo Y22 মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, 2.0 GHz পর্যন্ত ও জিপিইউ Mali-G52 MC2 । এই  মোবাইলটিতে চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও জি 85 এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২। 

    স্টোরেজ:

    Vivo Y22 মোবাইলটিতে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ।

    ব্যাটারি: 

    Vivo Y22 মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০ mAh  (অ অপসারণযোগ্য) ও ১৮W দ্রুত চার্জিং। 


    ভিভো y22 এর দাম কত | Vivo Y22 price in Bangladesh 2023

    ভিভো y22 এর দাম কত | Vivo Y22 price in Bangladesh 2023

    বাংলাদেশে Vivo Y20 মোবাইলের অফিশিয়াল দাম ১৯,৯৯৯ টাকা ( ৪+১২৮) ।

    Vivo Y22 এই মোবাইলের সাথে পাচ্ছেন ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। আপনাদের বাজেট যদি ১৯,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Vivo Y22 মডেল এর মোবাইলটি ভালো হবে।


    Vivo Y22 মোবাইলটির ভালো দিক

    ✔ সূক্ষ্ম নকশা, জলরোধী বডি

    ✔ স্টাইলিশ সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

    ✔ 5000 mAh ব্যাটারি, 18W দ্রুত চার্জিং

    ✔ ভালো মানের ব্যাক ক্যামেরা

    ✔ শালীন কর্মক্ষমতা

    ✔ Android 12

    Vivo Y22 মোবাইলটির মন্দ দিক 

    ✘ কোন প্রদর্শন সুরক্ষা নেই

    ✘ কোন ফুল HD+ ডিসপ্লে নেই


    উপরে Vivo Y22 এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি Vivo Y22  মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে। 

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url