Airtel Internet Offer 30 days 2022 | এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২২ - আপনি যদি এয়ারটেল সিমের গ্রাহক হয়ে থাকেন এবং ইন্টারনেটের 30 দিনের অফার সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই পোস্টটি ভালোভাবে পড়ে নিন । আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব এয়ারটেল ইন্টারনেট অফার 30 দিনের যেসকল ডায়াল কোড গুলি রয়েছে সেগুলি নিয়ে।
অন্য পোষ্ট - ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত
সুপার স্টার এলইডি লাইট দাম
শিওর ক্যাশ কোড
বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি
জন্মদিনের ইসলামী শুভেচ্ছা বাণী
এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ২০২২
এয়ারটেল সিমের ইন্টারনেট অফার 30 দিনের জন্য নিচে কয়েকটি প্যাকেজ রয়েছে চাইলে এখান থেকে আপনারা যে কোন প্যাকেজ কিনে নিতে পারেন ।
ডায়াল কোড ব্যবহার করে এই সকল প্যাকেজ গুলি কিনে নিতে পারেন।
2GB 30 দিন 229 টাকা *123*229#
7 GB 30 দিন 498 টাকা *123*498#
রিচার্জের মাধ্যমে আপনি এয়ারটেল সিমের 30 দিনের ইন্টারনেট অফার নিতে পারেন।
15 GB 30 দিন 649 টাকা
30 GB 30 দিন 329 টাকা
5 GB 30 দিন 398 টাকা
এয়ারটেল ইন্টারনেট এবং মিনিট 30 দিনের অফার ২০২২
এয়ারটেল ইন্টারনেট এবং মিনিট অফার ৩০ দিনের জন্য উপভোগ করার জন্য নিচের এই সকল প্যাকেজ দেখতে পারেন ভালো লাগলে আপনি কিনে নিবেন।
8 GB + 250 মিনিট , মেয়াদ 30 দিন, রিচার্জ 248 টাকা ।
3 GB + 150 মিনিট, মেয়াদ 30 দিন, রিচার্জ 148 টাকা ।
30 GB + 300 মিনিট , মেয়াদ 30 দিন, রিচার্জ 448 টাকা ।
এয়ারটেল ইন্টারনেট অফার ৭ দিন ২০২২
এয়ারটেল সিমের 7 দিনের ইন্টারনেট যে সমস্ত অফার রয়েছে আমি নিচের সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের পছন্দমত অফার উপভোগ করুন।
1 GB 7 দিন রিচার্জ 49 টাকা
3 GB 7 দিন রিচার্জ 104 টাকা
1.5 GB + 50 মিনিট, মেয়াদ 7 দিন, রিচার্জ 98 টাকা
150 MB + 30 মিনিট, মেয়াদ 7 দিন, রিচার্জ 27 টাকা
এয়ারটেল ২৯৭ টাকায় ৩০ জিবি উপভোগ করার জন্য আপনার রিচার্জ করতে হবে 297 টাকা অথবা ডায়াল করুন *১২৩*২৯৭#। তবে এই 30 জিবি ইন্টারনেট এর মেয়াদ 7 দিন।
এয়ারটেল ইন্টারনেট অফার কম টাকায় ২০২২
এয়ারটেল সিমে কম টাকার মধ্যে যে সকল ইন্টারনেট প্যাকেজ গুলো রয়েছে সেগুলি নিচে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার পছন্দের অফারটি বেছে নিন।
1 জিবি 29 টাকা 3 দিন * 123 * 025 #
3 জিবি 49 টাকা 3 দিন * 123 * 049 #
1GB 4G 3 দিন 22 টাকা *123*022#
1.5 জিবি 3 দিন 38 টাকা *123*038#
7GB 10 দিন 179 টাকা *123*179#
2GB 5 দিন 59 টাকা *123*059#
2GB 3 দিন 44 টাকা *123*044#
3GB 3 দিন 54 টাকা *123*054#
এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক ২০২২
এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *3# অথবা *8444*88# । এছাড়াও আপনি অন্য ডায়াল কোড এর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন। সেজন্য আপনার মোবাইল অপশন থেকে ডায়াল করুন *১২১# হ্যাক এবং পরবর্তী নির্দেশনা লক্ষ্য করুন।
এছাড়াও আপনি এয়ারটেল এর অ্যাপস ব্যবহার করে খুব সহজেই আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক সহ অন্যান্য ব্যালেন্স দেখতে পারেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোর থেকে
মাই এয়ারটেল অ্যাপস ডাউনলোড করে নিতে হবে।