Robi Number Check Code - রবি নাম্বার দেখার কোড ২০২৪

Robi Number Check Code - রবি নাম্বার দেখার কোড 2022. আপনি জানেন কি রবি সিমের নাম্বার কিভাবে দেখতে হয় না জানলে আজকের এই পোস্ট থেকে জেনে নিন ।

     Robi Number Check Code - রবি নাম্বার দেখার কোড ২০২৪ - রবি সিম বাংলাদেশের মধ্যে বর্তমানে জনপ্রিয় একটি মোবাইল টেলিকম সেবা প্রতিষ্ঠান । আপনি যদি রবি সিম এর নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে এটা স্বাভাবিক । কেননা শুরুর দিকে আপনার মোবাইল নাম্বার আপনার মনে নাও থাকতে পারে । সেক্ষেত্রে আপনি কিভাবে রবি সিমের নাম্বার দেখবেন আজকের এই পোস্টে আমি সে বিষয়ে কথা বলব ।

    আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪

    হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪

    মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ  ২০২৪

    হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪

    লেডিস সাইকেল এর দাম কত

    অন্য পোষ্ট - সুপার স্টার এলইডি লাইট দাম


    Robi Number Check Code - রবি নাম্বার দেখার কোড ২০২২

    অন্য পোষ্ট: শিওর ক্যাশ কোড


    Robi Number Check Code - রবি নাম্বার দেখার কোড ২০২৪

    Robi number check code *2# । রবি নাম্বার দেখার কোড ২০২২ হল *২#।

    আপনার কেনা রবি সিমের নাম্বার আপনি যখন ভুলে গেছেন তখন সেটি বের করার জন্য এই কোডটি ডায়াল করুন * 140 * 2 * 4 # । এই কোডটি ডায়াল করার 5 সেকেন্ড পরে আপনি আপনার মোবাইলে আপনার কাঙ্খিত রবি সিমের নাম্বার টি দেখতে পাবেন ।


    এছাড়াও আপনি আরেকটি পদ্ধতিতে আপনার রবি নাম্বার দেখতে পারেন সেটি হলো আপনার ফোন থেকে ডায়াল করুন *2# । একইভাবে এই কোডটি ডায়াল করার পর আপনি আপনার রবি সিমের নাম্বার টি খুব সহজেই পেয়ে যাবেন ।



    নিচে আমি আরো কিছু রবি সিমের ডায়াল কোড নাম্বার দিয়ে দিচ্ছি আশা করি এগুলো আপনাদের কাজে আসবে।



    রবি নাম্বার দেখার নিয়ম - *2# অথবা *140 *2 *4#


    রবি সিমে টাকা দেখার নিয়ম -  *222#


    রবি মিনিট চেক: *222 *3#


    রবি ইন্টারনেট ব্যালেন্স চেক: *8444 *88# অথবা *222 *81#


    রবি প্যাকেজ চেক: *140 *14#


    রবি এসএমএস চেক: *222 *11#


    রবি এমএমএস ব্যালেন্স চেক: *222 *13#


    রবি মিস কল অ্যালার্ট অন করার জন্য : ON লিখে পাঠান 8272 নম্বরে


    রবি (বন্ধ) মিস ক্যাল অ্যালার্ট অফ করার জন্য : টাইপ করুন  OFF এবং 8272 এ পাঠান

    কল সেন্টার নম্বর: 121



    আশা করি রবি সিমের নাম্বার দেখার কোড ২০২৪ সহ আরো অন্যান্য কোড যেমন মিনিট ,ইন্টারনেট প্যাকেজ বিভিন্ন কোড এই পোস্টে আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি এগুলো আপনাদের কাজে আসবে । আপনি যদি রবি সিমের গ্রাহক হয়ে থাকেন ।


    পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
    কোন মন্তব্য নেই
    এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

    comment url