বাংলাদেশে Xiaomi Poco C65 এর দাম । Xiaomi Poco C65 Price in Bangladesh
বাংলাদেশে Xiaomi Poco C65 এর দাম - Xiaomi তাদের সি সিরিজের একটি নতুন স্মার্টফোন গ্লোবাল মার্কেটে পোকো সি সিক্সটি ফাইভ নামে লঞ্চ করেছে এই ফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে ৮ জিবি রেম এবং ৫০০০এম এ এইচ ব্যাটারি সহ ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা।দেখে নিন পোকো c ৬৫ সম্পূর্ণ স্পেসিফিকেশন দাম এবং ফিচার সম্পর্কে।
আরো পড়ুন - আইফোন ১৩ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশে
রবি সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো
রবি ইন্টারনেট অফার কিভাবে দেখে
Xiaomi Poco C65 সম্পূর্ণ স্পেসিফিকেশন
ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি
চিপসেট মিডিয়া টেক হেলিও জি৮৫
কেমেরা ৫০ mp রেয়ার
ব্যাটারি ৫০০০ এম এ এইচ
এন্ড্রোইড ১৩
স্টোরেজ ৮জিবি ram ও ২৫৬ জিবি রম
রিফ্রেশ রেট ৯০Hz
লঞ্চ : 5 নভেম্বর, 2023 এ ঘোষণা করা হয়েছে শাওমি পোকো c ৬৫,এই ফোনটি প্রথম রিলিজ হয় নভেম্বর 6, 2023,এই ফোনটির রং হবে কালো, নীল, বেগুনি।
Xiaomi Poco C65
সংযোগ: পোকো c ৬৫এ নেটওয়ার্ক পাবেন 2G, 3G, 4Gএবং সিম ডুয়েল ন্যানো সিম,আরো আছে ডুয়াল-ব্যান্ড, ওয়াই-ফাই হটস্পট।
ডিসপ্লে: পোকো c 65 ফোনে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.74 ইঞ্চি।পোকো c 65 ফোনে স্কিন আছে 720x 1600 পিক্সেল রেজুলেশন এবং 90Hz রিফ্রেশ রেট, 600 nits সর্বোচ্চ উজ্জ্বলতা আছে। এই ফোনের সুরুক্ষার জন্য গরিলা গ্যালাস ব্যাবহার করা আছে।
প্রসেসর : এই ফোনে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13 আছে।এবং চিপসেট আছে মিডিয়া টেক হেলিও জি ৮৫ ,প্রসেসর অক্টা কোর, 2.0 GHz পর্যন্ত দেওয়া আছে.
ক্যামেরা : ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ করা হয়েছে। এই ফোনটিতে প্রাইমারি সেন্সর আছে ৫০ মেগাপিক্সেল আই এবং ২মেগাপিক্সেলের মাইক্রো লেন্স রয়েছে আরও আছে সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ফন্ট ক্যামেরা।
ব্যাটারি :কোম্পানির পক্ষ থেকে এ ফোনটিতে ১৮ ওয়াট ফার্স্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এবং 5000 mah battery যোগ করা আছে।
স্টোরেজ : এই ফোনটিতে দুটি স্টোরেজ পেস করা হয়েছে একটি ৬ জিবি RAM এবং ১২৮ জিবি রম আরেকটি ৮ জিবি RAM ২৫৬জিবি রোম আছে।এই ফোনটিতে রাম বাড়ানোর সুবিধা আছে. যদি আপনারা RAM বাড়াতে চান তাহলে ভার্চুয়াল RAM ফিচার ব্যবহার করে বাড়াতে পারবেন এবং এই ফোনটি স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড সল্ট দেওয়া আছে।
অন্যান্য: আরো থাকছে সাইড মাউনটেড , ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, এফ এম অডিও জ্যাক আরও বিভিন্ন প্রয়োজনীয় ফিচার।
বাংলাদেশে Xiaomi Poco C65 এর দাম । Xiaomi Poco C65 Price in Bangladesh
আপনারা ৬ জিবি পাবেন মাত্র ১২থেকে ১৩ হাজার টাকায়। আর ৮ জিবি পাবেন ১৪ থেকে ১৫ হাজার টাকায়। আপনাদের বাজেট অনুসারে যদি হয় তাহলে এই ফোনটি নিতে পারেন।
শাওমি পোকো C65 ফোনটির ভালো দিক
১। স্টাইলিশ পোকো ডিজাইন।
২। গরিলা গ্লাস সুরক্ষিত 90Hz ডিসপ্লে,
৩। Helio G85 গেমিং চিপসেট।
৪। সূক্ষ্ম ক্যামেরা, রিং-লাইট বৈশিষ্ট্য,
৫।6/8 GB RAM, 128/256 GB রম।
শাওমি পোকো C ৬৫ ফোনটির খারাপ দিক
১।✘ 10W চার্জার বক্সে অন্তর্ভুক্ত
সর্বশেষ বলতে চাই শাওমি পোকো C৬৫এর সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি শাওমি পোকো C৬৫ কোনটি কিনতে চান তাহলে শাওমি ব্রান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর আপডেট দেখে আসবেন কারণ প্রতিনিওত দাম কমে বারে।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url