টেকনো স্পার্ক গো ২০২৩ মোবাইল দাম কত বাংলাদেশে | Tecno Spark Go 2023
টেকনো স্পার্ক গো ২০২৩ মোবাইল বাংলাদেশে দাম কত - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো টেকনো ব্র্যান্ডের মোবাইল। টেকনো বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব টেকনো ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো টেকনো স্পার্ক গো ২০২৩ । আপনাদের সুবিধার্থে Tecno Spark Go 2023 মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।
আরো দেখুন - Motorola RAZR 40 Ultra Release Date
পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন
অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র
ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য
নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩
টেকনো স্পার্ক গো ২০২৩ সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ - 24 জানুয়ারী, 2023
রং: এই মোবাইলটিতে রং হবে অন্তহীন কালো, নেবুলা বেগুনি, ইউনি ব্লু।
নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক ।
সিম: ডুয়াল ন্যানো সিম ।
ডিসপ্লে:
Tecno Spark Go 2023 এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৬ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ৭২০ x ১৬০০ পিক্সেল।
ক্যামেরা:
Tecno Spark Go 2023 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ডুয়াল 13 মেগাপিক্সেল + QVGA ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ এইচডি।
সেলফি ক্যামেরায় থাকবে ৫ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং এইচডি।
কর্মক্ষমতা:
Tecno Spark Go 2023 মোবাইলটিতে প্রসেসর কোয়াড-কোর, 2.0 GHz পর্যন্ত ও জিপিইউ পাওয়ারভিআর GE8320। এই মোবাইলটিতে চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২।
স্টোরেজ:
Tecno Spark Go 2023 মোবাইলটিতে ৪ জিবি র্যাম ও ৬৪জিবি রম ।
ব্যাটারি:
Tecno Spark Go 2023 মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০ mAh (অ অপসারণযোগ্য) ও ১০ ওয়াট দ্রুত চার্জিং ।
টেকনো স্পার্ক গো ২০২৩ মোবাইল দাম কত বাংলাদেশে | Tecno Spark Go 2023 Price in Bangladesh
বাংলাদেশে Tecno Spark Go 2023 মোবাইলের অফিশিয়াল দাম ১০,৯৯০ টাকা (৪+৬৪) জিবি ।
Tecno Spark Go 2023 এই মোবাইলের সাথে পাচ্ছেন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। আপনাদের বাজেট যদি ১০,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Tecno Spark Go 2023 মডেল এর মোবাইলটি ভালো হবে।
টেকনো স্পার্ক গো ২০২৩ মোবাইলটির ভালো দিক
✔ 6.56″ HD+ ডিসপ্লে
✔অ্যান্ড্রয়েড ১২
✔ স্টাইলিশ ডিজাইন
✔ মানসম্মত ক্যামেরা
✔ 4/64 GB সংস্করণ
✔ ৫০০০ mAh বড় ব্যাটারি
টেকনো স্পার্ক গো ২০২৩ মোবাইলটির মন্দ দিক
✘ কোন প্রদর্শন সুরক্ষা নেই
✘ স্লোয়ার কোয়াড-কোর CPU
✘ কম পারফরম্যান্স চিপসেট
উপরে টেকনো স্পার্ক গো ২০২৩ এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি টেকনো স্পার্ক গো ২০২৩ মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে আইটেল ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে।
৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url