বাংলা ২য় ইমেইল লেখার নিয়ম

বাংলা ২য় ইমেইল লেখার নিয়ম ২০২৩
    বাংলা ২য় ইমেইল লেখার নিয়ম - বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন Gmail, Hotmain এবং Yahoo ইত্যাদির মাধ্যমে ই-মেইল সেবা প্রদান করছে। ই-মেইল সেবা পাওয়ার জন্য নির্ধারিত ওয়েবসাইটগুলোর মধ্যে একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকতে হয়। ই-মেইল সময়, শ্রম ও অর্থ সাশ্রয় করে। একটি ই-মেইল যেমন একজন ব্যক্তির কাছে পাঠানো যায়, তেমনি সমষ্টিগতভাবে একযোগে একাধিক ব্যক্তির কাছেও পাঠানো যায়।

    আরো পড়ুন -  ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩

    পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম

    ইমেইল লেখার নিয়ম ইংরেজিতে 

    আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ছেলে না মেয়ে বোঝার উপায়

    টয়োটা নতুন গাড়ির দাম | Toyota Car

     নতুন হাইস গাড়ির দাম বাংলাদেশ | Toyota Hiace

    ভিশন চার্জার ফ্যান এর দাম ২০২৩ | Vision Charger Fan

    ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ

    সোনার দাম কত আজকে 2023

    ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

    সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি মূল্য তালিকা ২০২৩


    ইমেইল লেখার নিয়ম

    বাংলা ২য় ইমেইল লেখার নিয়ম



    ই-মেইল লেখার ক্ষেত্রে দুটি ইমেইল ঠিকানার প্রয়োজন হবে। প্রথমটি প্রেরকের ইমেইল, দ্বিতীয়টি প্রাপকের ইমেইল।

    ১. From : এখানে প্রেরকের ইমেইল ঠিকানা দিতে হবে। যে কোনো ধরণের মেইল পাঠানোর জন্য From এর স্থানে প্রেরকের মেইল দেওয়া লাগবে। প্রেরণকারীর মেইল ঠিকানা ব্যতীত মেইল প্রেরণ করা যাবে না।

    ২. To : এখানে প্রাপকের ইমেইল আইডিটি দিতে হবে। যে ঠিকানায় আপনি মেইলটি করবেন, তার ইমেইল এড্রেসটি এখানে দিতে হবে।

    ৩. CC : CC এর পূর্ণরূপ হলো Carbon Copy । একটি মেইলকে যদি একাধিক মানুষের কাছে একসঙ্গে পাঠানোর প্রয়োজন হয়, তবে CC ফিচারটি ব্যবহার করা হয়।

    ৪. BCC : BCC  এর পূর্ণরূপ হলো Blind Carbon Copy । এই ফিচারটি প্রায় CC এর মতই। তবে এর একটি বিশেষত্ব হলো কেউ যদি BCC ফিচার ব্যবহার করে একসঙ্গে একাধিক ব্যক্তিকে ইমেইল প্রেরণ করে, তবে প্রাপকেরা দেখতে পাবে না যে এই মেইলটি আরো কাউকে পাঠানো হয়েছে।

    ৫. Subject : এই স্থানে ইমেইল এর বিষয় লিখতে হবে। মনে করুন, আপনি আপনার বাবার কাছে ভার্সিটির বেতন চেয়ে ইমেইল করলেন, সেক্ষেত্রে ইমেইল এর বিষয় হবে ‘Asking for money’ / বেতনের জন্য টাকা প্রয়োজন।

    ৬. Compose email : এটা ইমেইলের মূল অংশ। এখানে আপনাকে ইমেইলের বিস্তারিত বিবরণ লিখতে হবে।

    কম্পোজ ইমেইল এর স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে অভিবাদন থেকে শুরু করে ইমেইল এর শেষ বাক্য পর্যন্ত খুব চমৎকার ভাবে ফুটিয়ে তোলা প্রয়োজন।


     বাংলা ২য় ইমেইল লেখার নিয়ম


    বাংলা ২য় ইমেইল লেখার নিয়ম নিচে তুলে ধরা হলো - 

    From: Contact@itnirman.com
    To: example@gmail.com
    Sent: শুক্রবার, ০২ জুন ২০২৩; সকাল ১০টা
    Subject: সহকারী ব্যবস্থাপক পদে প্রার্থী

    মাননীয় স্যার,
    বাংলাদেশ প্রতিদিন-এ আপনার দেওয়া একটি বিজ্ঞাপন থেকে আমি জানতে পেরেছি যে, আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কিছু সহকারী ব্যবস্থাপক নিয়োগ করতে যাচ্ছেন। আমি একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। আমি বিশ্বাস করি যে, এই ধরণের চাকরির জন্য আমার প্রয়োজনীয় যোগ্যতা এবং যথেষ্ট উৎসাহ রয়েছে। আমার আবেদনটি উপযুক্ত পক্রিয়ায় মূল্যায়ন করার অনুরোধ করছি।

    বিনীত,
    মাহতিম ইসলাম
    ২০/৩ মিরপুর রোড
    ঢাকা।


    বি.দ্র.  ইমেইল লেখার ক্ষেত্রে অবশ্যই সাবলীল ভাষায় সুন্দর ও সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করতে হবে। বিশেষ করে ইমেইলের শিরোনামটি স্পষ্ট করতে হবে। ইমেইল বাংলা ভাষায় লিখেন অথবা ইংরেজি ভাষায় লিখেন, ইমেইলে ব্যবহৃত ভাষায় যেনো বর্ণ ও শব্দচয়নে ভুল নাহয়। আবার ব্যাকরণের প্রতিও ভালো ভাবে লক্ষ্য রেখে ইমেইল লিখতে হবে।
    তবে ইমেইলের ভাষাকে খুব বেশী জটিল করা যাবে না। যথাসম্ভব সহজ ভাষা ব্যবহার করাই উত্তম। 



    পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
    কোন মন্তব্য নেই
    এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

    comment url